নারীবাচক শব্দের জন্য কোন কথাটি যথার্থ?
A সব পুরুষবাচক শব্দের নারীবাচক রূপ আছে
B নারীবাচক শব্দের বিশেষণও নারীবাচক হবে
C কিছু শব্দের পুরুষ ও নারীবাচক ভিন্নতা নেই
D কেবল প্রত্যয়যোগে নারীবাচক শব্দ তৈরি হয়
Solution
Correct Answer: Option C
- কিছু শব্দের পুরুষ ও নারীবাচক ভিন্নতা নেই । ভাষায় এমন অনেক সাধারণ বা পেশাগত শব্দ আছে যেগুলো লিঙ্গানুযায়ী আলাদা রূপ নেয় না (উদাহরণ: শিশু, বন্ধু, ডাক্তার, শিক্ষার্থী, ব্যক্তি)।
- বাংলা ভাষায় নারীবাচক রূপ তৈরি হওয়ার বিভিন্ন উপায় আছে (প্রত্যয় যোগ, আলাদা শব্দ ইত্যাদি) এবং অনেক ক্ষেত্রেই কোনো ভিন্ন শব্দই নেই।