Solution
Correct Answer: Option B
- সুদ: সুদ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের শর্তে কোনো পরিমাণ অর্থ বা পণ্যের বিপরীতে পূর্বনির্ধারিত হারে যে অতিরিক্ত পরিমাণ অর্থ বা পণ্য আদায় করা হয়, তা।
- লভ্যাংশ বা মুনাফা: মুনাফা হল মূলধন ও শ্রম বিনিয়োগ এবং ঝুঁকি গ্রহণের মাধ্যমে যে আর্থিক বৃদ্ধি ঘটে তা।
অর্থাৎ, বিনিয়োগকৃত মূলধন থেকে যে বৃদ্ধি পাওয়া যায় এবং যদি প্রাপ্ত অর্থ বিনিয়োগকৃত অর্থের তুলনায় বেশি হয়, তবে উদ্যোক্তা লাভ পায়। কিন্তু যদি প্রাপ্ত অর্থ কম হয়, তাহলে মূলধন কমে যায় এবং লোকসান হয়।