Solution
Correct Answer: Option C
✔ পাঁচ, দুই ও এক টাকার নোট সরকারি নোট। এসব নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে। এইগুলো বের করে অর্থ মন্ত্রণালয়।
✔ দশ, বিশ, পঞ্চাশ, একশত, দুইশত, পাঁচশত এবং একহাজার টাকার নোট হলো ব্যাংক নোট। এগুলো বের করে বাংলাদেশ ব্যাংক। এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।