কম্পিউটারের ব্রেইন বলা হয় কোনটিকে-

A মাইক্রোপ্রসেসর

B মেমোরি

C হার্ড ডিক্স

D উইন্ডোজ

Solution

Correct Answer: Option A

CPU-
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
- CPU কে কম্পিউটারের ব্রেইন বলা হয়।
- - তিনটি প্রধান অংশ নিয়ে CPU বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট গঠিত। যথা-
১. Arithmatic Logic Unit
২. Control Unit
৩. Register
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions