Solution
Correct Answer: Option D
- 'কেঁচে গণ্ডুস' একটি বাংলা বাগধারা, যার অর্থ নতুন করে শুরু করা।
- শিশুদের বিদ্যাশিক্ষার শুরুতে হাতেখড়ির সময় যে বৃত্ত আঁকা হয়, তাকে 'গণ্ডুস' বলে।
- কোনো কিছু ভুল হলে সেই গণ্ডুস মুছে ফেলে আবার নতুন করে শুরু করাকে 'কেঁচে গণ্ডুস' বলা হতো।
- তাই, কোনো কাজ গোড়া থেকে পুনরায় আরম্ভ করা অর্থে এই বাগধারাটি ব্যবহৃত হয়।