কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর?
A রবীন্দ্রনাথ ঠাকুর
B লিওনার্দো দ্য ভিঞ্চি
C মাইকেল অ্যাঞ্জেলা
D পিকাসো
Solution
Correct Answer: Option C
- মাইকেল অ্যাঞ্জেলো ছিলেন ইতালীয় রেনেসাঁস যুগের একজন ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি।
- তাঁর বিখ্যাত ভাস্কর্যের মধ্যে 'ডেভিড' ও 'পিয়েতা' অন্যতম।
- তিনি সিস্টিন চ্যাপেলের ছাদে আঁকা চিত্রের জন্য খ্যাত।
- সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান স্থপতি হিসেবেও তিনি কাজ করেছেন।
- এছাড়াও তিনি বহু সনেট ও কবিতা রচনা করেছেন, যা তাঁর বহুমুখী প্রতিভার পরিচয় দেয়।