রবি শস্য বলতে কি বুঝায়?

A বর্ষাকালীন সবজি

B শীতকালীন শস্য

C বরোমাসী ফসল

D গ্রীষ্মকালীন শস্য

Solution

Correct Answer: Option B

- সাধারণতে রবি মৌসুমে ফলে এমন সমস্ত শস্যকে রবি শস্য বলে।
- রবি মৌসুমের সময়কাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস।
- বাংলাদেশের আবহাওয়ায় সমস্ত শীতকালীন ফসলই রবি শস্য
- এর মধ্যে ডাল ও তেল জাতীয় শস্য যেমন সয়াবিন, সরিষা, মসুর, সূর্যমুখী ইত্যাদি।
- এছাড়াও আলু, টমেটো, ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি রবি শস্যের অন্তর্ভুক্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions