জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান?
A প্রথম
B দ্বিতীয়
C তৃতীয়
D চতুর্থ
Solution
Correct Answer: Option D
জনসংখ্যার হারে বিশ্বের শীর্ষ মুসলিম দেশ হলো :
১. ইন্দোনেশিয়া :
- বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায়।
- দেশটির জনসংখ্যার ৮৪ শতাংশ মুসলিম এবং তাদের সংখ্যা ২২ কোটি নব্বই লাখ।
২. পাকিস্তান :
- মুসলিম জনসংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান।
- দেশটির জনসংখ্যার ৯২ শতাংশ মুসলিম এবং তাদের সংখ্যা ২০ কোটি ২৬ লাখ ৫০ হাজার।
৩. ভারত :
- হিন্দুপ্রধান দেশ হলেও ভারতে মুসলমানের সংখ্যা কম নয়।
- দেশটির জনসংখ্যার ১৪ শতাংশ মুসলিম এবং তাদের সংখ্যা ১৯ কোটি ৫০ লাখ।
৪. বাংলাদেশ :
- বাংলাদেশের জনসংখ্যার ৯৩ শতাংশ মুসলিম।
- তাদের সংখ্যা ১৫ কোটি ৩৭ লাখ।
সোর্সঃ কালের কণ্ঠ ১১ আগস্ট ২০২৪