রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ৬০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে?
A ৪০ দিন
B ২০ দিন
C ৩০ দিন
D ১২ দিন
Solution
Correct Answer: Option A
রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ৬০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে।
তারা একদিনে সম্পন্ন করে (১/৬০) + (১/১২০)
= (২ + ১)/১২০
= ৩/১২০
= ১/৪০ অংশ কাজ
সম্পূর্ণ কাজ শেষ করতে সময় লাগবে = ১/১/৪০ দিন = ৪০ দিন