কোন স্কুলে ৭০% ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

A ৫০০

B ৫৬০

C ৬০০

D ৪০০

Solution

Correct Answer: Option A

যে কোন এক বিষয় বা উভয় বিষয়ে পাশ করেছে = (১০০ - ১০)% = ৯০%

উভয় বিষয়ে পাশ করেছে = ৭০% + ৮০% - ৯০%
                                = ১৫০% - ৯০%
                                = ৬০%

মোট শিক্ষার্থীর ৬০% = ৩০০
⇒ মোট শিক্ষার্থী = ৩০০/০.৬
                    = ৫০০ জন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions