একটি বাঁশের ১/৩ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা?
A ৬ হাত
B ২১ হাত
C ৫১ হাত
D ৯০ হাত
Solution
Correct Answer: Option D
ধরি,
বাঁশটির দৈর্ঘ্য ক মিটার
প্রশ্নমতে,
∴ ক - (ক/৩) - ৩ক/৫ = ৬
⇒ (১৫ক - ৫ক - ৯ক)/১৫ = ৬
⇒ (১৫ক - ১৪ক)/১৫ =৬
⇒ ক/১৫ = ৬
∴ ক = ৯০