Solution
Correct Answer: Option A
- ‘নেজারত’ শব্দটি আরবি ভাষা থেকে এসেছে।
- আরবি ভাষায় ‘নাযেরাহ’ (نَظَرَة) শব্দের অর্থ হল ‘দর্শন’, ‘নিরীক্ষণ’’।
- বাংলা ভাষায় ‘নেজারত’ শব্দটি এই আরবি শব্দ থেকে এসেছে।
- বাংলা ভাষায় ‘নেজারত’ শব্দের অর্থ হল ‘পর্যবেক্ষণ’, ‘পরিদর্শন’, ‘অনুসরণ’, ‘নির্দেশনা’, ‘অভিভাবকত্ব’।