আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সদর দপ্তর কোথায়?
Solution
Correct Answer: Option D
- IOM-এর পূর্ণরূপ: International Organization for Migration (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা)।
- প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল।
- বর্তমান সদস্য দেশ: ১৭৫টি।
- পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস, যা ২৯ নভেম্বর ২০২২ সালে IOM-এর সদস্যপদ লাভ করে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।