একটি ছাতা ৩৭৮ টাকা বিক্রয়ে যত ক্ষতি হয় ৪৫০ টাকা বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত?
Solution
Correct Answer: Option C
ধরি,
ছাতাটি ৩৭৮ টাকা বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা
ক্রয়মূল্য = (৩৭৮ + ক) টাকা
খাতাটি ৪৫০ টাকা বিক্রি করলে লাভ হয় ৩ক টাকা
ক্রয়মূল্য = (৪৫০ - ৩ক) টাকা
প্রশ্নমতে,
৩৭৮ + ক= ৪৫০ - ৩ক
বা, ক + ৩ক = ৪৫০ - ৩৭৮
বা, ৪ক = ৭২
বা, ক = ১৮
ক্রয়মূল্য = (৩৭৮ + ১৮) টাকা
= ৩৯৬ টাকা