বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান ' চলন্তিকা' এর প্রণেতা কে?
Solution
Correct Answer: Option C
রাজশেখর বসু 'চলন্তিকা' অভিধানের প্রণেতা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় 'বঙ্গীয় শব্দকোষ' নামে অভিধান সংকলন করনে।
বিখ্যাত অভিধান ও রচিয়তাঃ
- ১৮১৭ সালে বাংলা ভাষায় (বাংলা থেকে বাংলা) প্রথম অভিধান 'বঙ্গভাষাভিধান' সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (দুই খণ্ড) সম্পাদনা করেন, যা তার জীবনের প্রথম একটি কাজ।
- অশোক মুখোপাধ্যায় সর্বপ্রথম সমার্থ শব্দের অভিধান সম্পাদনা করেন ১৯৮৭ সালে; অভিধানটির নাম 'সংসদ সমার্থশব্দকোষ'।
- ১৯৩৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় রাজশেখর বসু বিরচিত বাংলা অভিধান‘চলন্তিকা'।
- ১৮৬৪ সালে শ্যামাচরণ চট্টোপাধ্যায় রচিত ঢাকা থেকে মুদ্রিত প্রথম বাংলা অভিধান 'শব্দদীধিতি অভিধান।
- ১৯৫৫ সালে শৈলেন্দ্র বিশ্বাস রচিত সংসদ বাঙ্গালা অভিধান।
- লৌকিক শব্দকোষ (দুই খণ্ড)। ১৯৭১ সালে প্রকাশিত হয় কামিনীকুমার রায় রচিত ।
- 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' - এর সম্পাদক আহমদ শরীফ।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এর রচিয়তা জামিল চৌধুরী, ২০১৬ সালে বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত হয়।
- জগন্নাথ চক্রবর্তীর দুটো অভিধান: জাতীয় অভিধান (১ম খ) (সম্পাদক); ১৯৯৬। মণিমঞ্জুষা (বাংলা-ইংরেজি দ্বিভাষিক সিরাস) ১৯৮৬।
- পারসীক অভিধান অর্থাৎ পারসীক শব্দছলে স্বদেশীয় সাধুশব্দ সংগ্রহ। জয়গোপাল তর্কালংকার ভট্টাচার্য। ১৮৩৮ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় ফার্সি শব্দের অভিধান।
- লালন শব্দকোষ ২০০১ রবিশঙ্কর মৈত্রী রচিত।
- Vocabulario em idioma Bengalla E Partuguez মানোএল দা আসসুম্পসাঁউ। ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়।