জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?

A শ্রীচৈতন্যদেব

B কাহ্নপা

C বিদ্যাপতি

D রামকৃষ্ণ পরমহংসদেব

Solution

Correct Answer: Option A

- শ্রীচৈতন্যদেব ও তাঁর কয়েকজন শিষ্যের জীবন কাহিনি নিয়ে মধ্যযুগে জীবনী সাহিত্যের সূচনা হয়।
- চৈতন্যদেবের জীনবী সাহিত্য ‘কড়চা’ নামে অভিহিত করা হয়।
- কড়চা অর্থ দিনপঞ্জি বা রোজনামচা।
- ভক্তরা চৈতন্যদেবকে মানুষ রূপে কল্পনা করেনি, করেছে নররূপী নারায়ণ রূপে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions