মুক্তিযুদ্ধকালে কলকাতার ৮, থিয়েটার রোডে ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়?
A এপ্রিল ১০, ১৯৭১
B এপ্রিল ১১, ১৯৭১
C এপ্রিল ১২, ১৯৭১
D এপ্রিল ১৩, ১৯৭১
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধকালীন অস্থায়ী বাংলাদেশ সরকারের কার্যক্রম পরিচালিত হত কলকাতা থেকে।
- যুদ্ধের সময়ে ভারতের সামরিক বাহিনী অথবা বিদেশ দপ্তরও প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখত পশ্চিমবঙ্গের রাজধানী শহরের মাধ্যমেই।
- সেই প্রবাসী সরকারকে একটি ভবন দিয়েছিল ভারত সরকার।
- ৮ নম্বর থিয়েটার রোড, যার এখনকার নাম শেক্সপিয়ার সরণী, সেখানে বাড়িটি এখনও রয়েছে।