'বাওয়ালি' কারা?

A বাউল সম্প্রদায়

B ভাওয়াল অঞ্চলের বাসিন্দা

C সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী

D চট্টগ্রামের বলী খেলোয়ার

Solution

Correct Answer: Option C

- সুন্দরবন থেকে যাঁরা গোলপাতা সংগ্রহ করেন, তাঁদের বলা হয় বাওয়ালি।
- বাওয়ালি হল সুন্দরবনের কাঠকাটা শ্রমিক শ্রেণি।
- কাঠ কাটার সময় হিংস্র জন্তুর আক্রমণ ও অন্যান্য দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বাউলদের সাহায্য নেয়, তাই তাঁদের নাম হয়েছে বাওয়ালি।
- নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস বাওয়ালিরা গোলপাতা কাটে।
- গোলপাতা ঘর ছাওয়া এবং পাটি বোনাসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions