একটি ট্রেন ৪৮ কিলোমিটার বেগে চলে ২১০ মিটার প্ল্যাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
A ১৮০ মিটার
B ১০০ মিটার
C ২০০ মিটার
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option D
১ ঘণ্টা = ৬০ মিনিট
= ৬০ × ৬০
= ৩৬০০ সেকেন্ড
৪৮ কি.মি. = ৪৮ × ১০০০ = ৪৮০০০ মিটার
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৪৮০০০ মিটার
ট্রেনটি ১ সেকেন্ডে যায় = ৪৮০০০/৩৬০০ মিটার
⸫ ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় = (৪৮০০০ × ৩০)/(৩৬০০) = ৪০০ মিটার
⸫ ট্রেনটি দৈর্ঘ্য = (৪০০ - ২১০) = ১৯০ মিটার