৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে ৯ টি ১০০ টাকার নোটের কত অংশ?

A ১/৪

B ১/২

C ১/৮

D কোনটিই সঠিক নয়

Solution

Correct Answer: Option B

৫টি ১০ টাকার নোট = (৫ × ১০) টাকা
                         = ৫০ টাকা

৮ টি ৫০ টাকার নোট = (৮ × ৫০) টাকা
                           = ৪০০ টাকা

৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে = (৫০ + ৪০০) = ৪৫০ টাকা

৯ টি ১০০ টাকার নোট = (৯ × ১০০) টাকা = ৯০০ টাকা

৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে ৯ টি ১০০ টাকার নোটের = ৪৫০/৯০০ = ১/২ অংশ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions