কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?

A সাঁঝের মায়া

B বলাকা

C খেয়া

D চিত্রা

Solution

Correct Answer: Option A

- সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া' প্রকাশিত হয় ১৯৩৮ সালে।
- এর ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম ।
- রবীন্দ্রনাথ ঠাকুর এটি পড়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

রবীন্দ্রনাথ ঠকুরের কাব্যগ্রন্থ:
- সোনার তরী,
- মানসী,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- খেয়া,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- পুনশ্চ,
- পত্রপূট,
- শেষলেখা,
- সেঁজুতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions