একটি আয়তক্ষেত্রের সন্নিহিত দুইটি বাহু যথাক্রমে 4 ও 6 সেমি। অন্তর্ভুক্ত কোণ কত হলে, আয়তক্ষেত্রটি আঁকা যাবে?
Solution
Correct Answer: Option D
- যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, সেটি হল আয়ত। আয়তের চারটি কোণ সমকোণ।
- একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৯ এবং ১২ সে.মি.।
- যদি অন্তর্ভুক্ত কোণ ৯০° হয়, তবে আয়তটি আঁকা সম্ভব।