নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশি ভাষা, পুরে কি আশা।- পংক্তিটির রচয়িতা কে?

A অতুল প্রসাদ সেন

B দ্বিজেন্দ্রলাল রায়

C সত্যেন্দ্রনাথ দত্ত

D রামনিধি গুপ্ত

Solution

Correct Answer: Option D

- পঙক্তিটির রচয়িতা হলেন রামনিধি গুপ্ত।
- তিনি নিধু বাবু নামে পরিচিত।
- রামনিধি গুপ্ত বাংলা টপ্পা সঙ্গীতের একজন মহান সংস্কারক।
- তার একটি গীতিকা সংকলনের নাম 'গীতিরত্ন' (১৮৩৭)
 

- অতুল প্রাসাদ সেন এর পঙক্তি - ''মোদের গরব , মোদের আশা /আ-মরি বাংলা ভাষা'' ,

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions