কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়?
Solution
Correct Answer: Option C
- বায়বীয় অবস্থায় (Gaseous State) অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়।
- এর কারণ হল, এই অবস্থায় অণুগুলো একে অপরের থেকে অনেক দূরে অবস্থান করে এবং তাদের মধ্যে ফাঁকা জায়গা (void) বেশি থাকে। ফলে আকর্ষণ বল দুর্বল হয়ে যায়।
- অন্যদিকে, কঠিন অবস্থায় অণুগুলো খুব ঘনভাবে সজ্জিত থাকে, তরলে মধ্যম আকর্ষণ বল থাকে, এবং প্লাজমা অবস্থায় আয়নিত কণার মধ্যে বৈদ্যুতিক আকর্ষণ ক্রিয়া থাকে।