৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২৪ অনুষ্ঠিত হবে-

A চীনের বেইজিং

B ফ্রান্সের প্যারিসে

C রাশিয়ার সোচি

D কোরিয়ার সিউল

Solution

Correct Answer: Option B

একনজের টোকিও অলিম্পিক -২০২০ঃ

♦  মেয়াদ কালঃ- ২৩জুলাই-৮আগস্ট,২০২১
সর্বোচ্চ পদক জয়ী অ্যাথলেট - ক্যাবেল ড্রেসেল(যুক্তরাষ্ট্র)

♦ সর্বোচ্চ পদক জয়ী দেশসমূহ
১. যুক্তরাষ্ট্র- সোনা(৩৯), রুপা(৪১), ব্রোঞ্জ(৩৩) মোট ১১৩ টি।
২. চীন - সোনা(৩৮), রুপা(৩২), ব্রোঞ্জ(১৮) মোট ৮৮ টি।
৩. জাপান - সোনা(২৭), রুপা (১৪), ব্রোঞ্জ(১৭) মোট ৫৮ টি।

♦  অ্যাথলেটে সর্বোচ্চ পদক জয়ী:
১. ক্যাবেল ড্রেসেল(সাতারু) - সোনা(০৫), রুপা(০০), ব্রোঞ্জ(০০) মোট ৫ টি।
২. এমা ম্যাককিওন(সাতারু)- সোনা(০৪), রুপা (০০), ব্রোঞ্জ(০৩) মোট ৭টি।
৩. কেইলি ম্যাককিওন (সাতারু) - সোনা(০৩), রুপা(০১), ব্রোঞ্জ(০০) মোট ৪ টি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions