‘পাকড়াও' শব্দের সঠিক প্রত্যয় কোনটি?
A √পাক + ড়াও
B √পা + কড়াও
C √পাকড় + আও
D √পাকড়া + ও
Solution
Correct Answer: Option C
কৃৎ-প্রত্যয়ের (ধাতুর পর) ভাববাচক বিশেষ্য গঠনে ‘আও’ প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন:
- √পাকড়+আও =পাকড়াও;
- √চড়+আও – চড়াও;
- √বাঁচ+আও=বাঁচাও ৷