'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' উক্তিটি কার? 

A রবীন্দ্রনাথ ঠাকুর 

B ডা. লুৎফর রহমান 

C কাজী আব্দুল ওয়াদুদ 

D প্রমথ চৌধুরী

Solution

Correct Answer: Option D

- প্রমথ চৌধুরী ৭ আগস্ট, ১৮৬৮ খ্রিষ্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস- পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রাম।
- তাকে বলা হয় বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম- বীরবল।
- প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ 'জয়দেব' ১৮৯৩ সালে 'সাধনা' পত্রিকায় প্রকাশিত হয়।
- 'হালখাতা' ('ভারতী' পত্রিকায় প্রকাশ- ১৯০২), এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি 'সবুজপত্র' (১৯১৪), 'বিশ্বভারতী পত্রিকা' সম্পাদনা করেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। উল্লেখ্য, স্যার আশুতোষ মুখোপাধ্যায় নিজ মাতার নামে এ পদক প্রবর্তন করেন।
- তিনি ২ সেপ্টেম্বর, ১৯৪৬ সালে (১৬ ভাদ্র, ১৩৫৩ বঙ্গাব্দ) শান্তিনিকেতনে মারা যান।

• প্রমথ
 চৌধুরীর প্রবন্ধগ্রন্থসমূহ: 
- 'তেল-নুন-লাকড়ি' (১৯০৬),
- 'বীরবলের হালখাতা' (১৯১৬),
- 'নানাকথা' (১৯১৯),
- 'আমাদের শিক্ষা' (১৯২০),
- 'রায়তের কথা' (১৯২৬),
- 'নানাচর্চা' (১৯৩২),
- 'আত্মকথা' (১৯৪৬),
- 'প্রবন্ধ সংগ্রহ' (১ম খণ্ড- ১৯৫২, ২য় খণ্ড- ১৯৫৩)। 

 
• কাব্যগ্রন্থ: 
- 'সনেট পঞ্চাশৎ' (১৯১৩),
- 'পদচারণ' (১৯১৯)।

• গল্পগ্রন্থ:
- 'চার ইয়ারী কথা' (১৯১৬),
- 'আহুতি' (১৯১৯),
- 'নীললোহিত ও গল্পসংগ্রহ' (১৯৪১)।

• প্রবন্ধ:
- 'যৌবনে দাও রাজটীকা',
- 'বই পড়া',
- 'সাহিত্যে খেলা',
- 'ভাষার কথা'।

• তাঁর বিখ্যাত উক্তি:
- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। (বই পড়া)
- ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। (ভাষার কথা)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions