Solution
Correct Answer: Option B
- মুঘল সম্রাট বাবরের কন্যা এবং সম্রাট হুমায়ুনের বোন গুলবদন বেগম ‘হুমায়ুন নামা’ গ্রন্থটি রচনা করেন।
- সম্রাট আকবরের অনুরোধে তিনি আকবরের পিতা হুমায়ুনের জীবন ও শাসনামল নিয়ে এই স্মৃতিচারণমূলক গ্রন্থটি রচনা করেছিলেন।
- গ্রন্থটি মূলত ফারসি ভাষায় রচিত, তবে এতে তুর্কি ভাষারও উল্লেখযোগ্য প্রভাব ও মিশ্রণ লক্ষ্য করা যায়।
- এই গ্রন্থে কেবল হুমায়ুনের রাজনৈতিক জীবনই নয়, বরং মুঘল হারেমের অন্দরমহলের জীবনযাত্রারও এক দুর্লভ চিত্র ফুটে উঠেছে।
- গুলবদন বেগমের লেখা এই পান্ডুলিপিটির একটিমাত্র অসম্পূর্ণ কপি বর্তমানে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে।
- এটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন এ. এস. বেভারিজ।
- গুলবদন বেগম ১৫২৩ খ্রিস্টাব্দের দিকে কাবুলে জন্মগ্রহণ করেন এবং ১৬০৩ খ্রিস্টাব্দে আগরায় মৃত্যুবরণ করেন।
- আবুল ফজল রচনা করেছিলেন ‘আইন-ই-আকবরী’ ও ‘আকবরনামা’, যা আকবরের শাসনামলের প্রধান দলিল।