Solution
Correct Answer: Option A
formatted strictly according- ভাষার মূল উপাদান হলো ধ্বনি।
- ভাষার ক্ষুদ্রতম এককও হলো ধ্বনি।
- কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায়, সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে।
- ধ্বনি বা আওয়াজ হলো ভাষার মৌলিক রূপ, যা মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে তৈরি হয়।
- অন্যদিকে, ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ।
- ভাষার বৃহত্তম একক হলো বাক্য এবং বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ।
- শব্দের মূল উপাদান বা শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি।