Solution
Correct Answer: Option A
- সমাস শব্দের সাধারণ অর্থ হলো সংক্ষেপ, মিলন বা একাধিক পদের একপদীকরণ।
- পরস্পর অর্থসংগতিপূর্ণ দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার প্রক্রিয়াকে সমাস বলে।
- বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যেই সমাসের সৃষ্টি এবং এর ফলে ভাষা সাবলীল ও শ্রুতিমধুর হয়।
- সমাস ভাষাকে সংক্ষেপ করে এবং বক্তব্যকে সহজ ও সুন্দরভাবে উপস্থাপনে সাহায্য করে।
- উদাহরণস্বরূপ, ‘সিংহ চিহ্নিত যে আসন’—এত বড় বাক্যটি বলার চেয়ে ‘সিংহাসন’ বললে তা অনেক সংক্ষিপ্ত এবং শুনতে ভালো লাগে।