জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত-
A সুইজারল্যান্ড
B কেনিয়া
C অস্ট্রিয়া
D কানাডা
Solution
Correct Answer: Option B
- UNEP (United Nations Environment Programme) এর পূর্ণরূপ হলো জাতিসংঘ পরিবেশ কর্মসূচি।
- এই সংস্থাটির সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে ১৯৭২ সালের ৫ জুন সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ অনুসারে প্রতিবছর ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালন করা হয়।
- জলবায়ু পরিবর্তন রোধে কাজ করা সংস্থা IPCC (Intergovernmental Panel on Climate Change) ১৯৮৮ সালে UNEP এবং WMO-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।