‘Das Capital’ গ্রন্থের লেখক কে?

A স্যামুয়েলসন

B জ্যাক দাবিদা

C মিশেল ফুকো

D কার্ল মার্কস

Solution

Correct Answer: Option D

- কার্ল মার্কস হলেন বিখ্যাত গ্রন্থ ‘Das Capital’ বা ‘দাস ক্যাপিটাল’-এর লেখক।
- ১৮৬৭ সালে তিনি এই যুগান্তকারী গ্রন্থটি রচনা করেন যা সমাজতন্ত্রের ও আধুনিক কমিউনিজমের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
- ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটিকে অনেকে ‘সমাজতন্ত্রের বাইবেল’ বলে অভিহিত করেন।
- এটি মোট তিন খণ্ডে রচিত, যার প্রথম খণ্ডটি কার্ল মার্কস নিজেই প্রকাশ করেন এবং বাকি দুটি খণ্ড তার মৃত্যুর পর ফ্রেডরিক এঙ্গেলস প্রকাশ করেন।
- কার্ল মার্কস ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং তাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা বলা হয়।
- তার রচিত অন্যান্য বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘Communist Manifesto’, ‘The Holy Family’ এবং ‘The Poverty of Philosophy’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions