Solution
Correct Answer: Option D
- কার্ল মার্কস হলেন বিখ্যাত গ্রন্থ ‘Das Capital’ বা ‘দাস ক্যাপিটাল’-এর লেখক।
- ১৮৬৭ সালে তিনি এই যুগান্তকারী গ্রন্থটি রচনা করেন যা সমাজতন্ত্রের ও আধুনিক কমিউনিজমের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
- ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটিকে অনেকে ‘সমাজতন্ত্রের বাইবেল’ বলে অভিহিত করেন।
- এটি মোট তিন খণ্ডে রচিত, যার প্রথম খণ্ডটি কার্ল মার্কস নিজেই প্রকাশ করেন এবং বাকি দুটি খণ্ড তার মৃত্যুর পর ফ্রেডরিক এঙ্গেলস প্রকাশ করেন।
- কার্ল মার্কস ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং তাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা বলা হয়।
- তার রচিত অন্যান্য বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘Communist Manifesto’, ‘The Holy Family’ এবং ‘The Poverty of Philosophy’।