দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোনটি?

A চিলি

B পারাগুয়ে

C আলবেনিয়া

D সুরিনাম

Solution

Correct Answer: Option C

- আলবেনিয়া দক্ষিণ ইউরোপের একটি রাষ্ট্র যা বলকান উপদ্বীপের উত্তর-পশ্চিমে অবস্থিত।
- এর রাজধানী তিরানা এবং দেশটির সরকারি মুদ্রা হলো লেক
- অন্যদিকে চিলি, পারাগুয়ে এবং সুরিনাম দেশ তিনটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকা মহাদেশে সবমিলিয়ে ১২টি স্বাধীন দেশ রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions