Solution
Correct Answer: Option C
- আলবেনিয়া দক্ষিণ ইউরোপের একটি রাষ্ট্র যা বলকান উপদ্বীপের উত্তর-পশ্চিমে অবস্থিত।
- এর রাজধানী তিরানা এবং দেশটির সরকারি মুদ্রা হলো লেক।
- অন্যদিকে চিলি, পারাগুয়ে এবং সুরিনাম দেশ তিনটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকা মহাদেশে সবমিলিয়ে ১২টি স্বাধীন দেশ রয়েছে।