'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে'- কার রচনা-
Solution
Correct Answer: Option C
ব্রিটিশ ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব, 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে খ্যাত নারীবাদী লেখিকা কামিনী রায় রচিত 'পরার্থে' কবিতার বিখ্যাত পঙ্ক্তি- 'আপনার লয়ে বিব্রত রহিতে / আসে নাই কেহ অবনী পরে / সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে আমরা পরের তরে।' 'পাছে লোকে কিছু বলে', 'সুখ', 'মাতৃপূজা', 'দিন চলে যায়' প্রভৃতি কামিনী রায়ের কবিতা।