Which of the following is the closest meaning of word ‘insist’
Solution
Correct Answer: Option C
- 'Insist' শব্দটির অর্থ কোনো বিষয়ে জেদ ধরা, জোর দেওয়া বা দৃঢ়ভাবে দাবি করা।
- অন্যদিকে 'Urge' শব্দটির অর্থও জোরালোভাবে অনুরোধ করা, আহ্বান জানানো বা কোনো কিছু করতে উৎসাহিত করা, যা 'Insist'-এর অর্থের সবচেয়ে কাছাকাছি।
- অপশনগুলোর অন্য অর্থগুলো হলো: Advise মানে উপদেশ দেওয়া, Argue মানে তর্ক করা এবং Agree মানে একমত হওয়া।
- অর্থাৎ, প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'insist' এর সমার্থক বা নিকটতম অর্থবোধক শব্দ হলো 'urge'।