Solution
Correct Answer: Option B
আমরা জানি,
মিটারের পরিমাপের ক্ষেত্রে এককগুলো হলো -
মিলিমিটার (mm)
সেন্টিমিটার (cm)
ডেসিমিটার (dm)
মিটার (m)
ডেকামিটার (dam)
হেক্টোমিটার (hm)
কিলোমিটার (km)
এখানে নিচ থেকে উপরের দিকে প্রতি এক ঘরের জন্য ১০ গুণ করে বাড়ে।
অর্থাৎ, ১০ মিলিমিটার = ১ সেন্টিমিটার
১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার
১০ ডেসিমিটার = ১ মিটার
সুতরাং, ১০ মিলিমিটার = ১ সেন্টিমিটার।
শর্টকাট টেকনিক:
একটি জনপ্রিয় ছড়ার মাধ্যমে এই এককগুলো মনে রাখা যায়:
"কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে"
এখানে,
মিলিবে = মিলিমিটার
শান্তি = সেন্টিমিটার
যেহেতু মিলিমিটারের ঠিক আগের ঘরটি সেন্টিমিটার এবং আমরা জানি ছোট একক থেকে ঠিক তার বড় এককে যেতে ১০ দিয়ে ভাগ করতে হয়।
তাই, ১০ মিলিমিটার = (১০ ÷ ১০) সেন্টিমিটার = ১ সেন্টিমিটার।