একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং তাদের সমষ্টি ৭ ভগ্নাংশটি কত?
Solution
Correct Answer: Option A
ধরি,
ভগ্নাংশের হর = x এবং
ভগ্নাংশের লব = x + ১
প্রশ্নানুসারে,
x + x + ১ = ৭
বা, ২x + ১ = ৭
বা, ২x = ৬
∴ x = ৩
∴ ভগ্নাংশটি = (৩ + ১)/৩
= ৪/৩