বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
Solution
Correct Answer: Option C
প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি ব্যবহার ও প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করে ।রবীন্দ্রনাথ নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং পড়ে তা তিনি চর্চা করেন । সাহিত্যজগতে এ পত্রিকা 'সবুজপত্র' গোষ্ঠী' তৈরি করতে সক্ষম হয়।
• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- তেল নুন লকড়ি,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- বীরবলের হালখাতা,
- নানা কথা,
- নানাচর্চা,
- প্রবন্ধ সংগ্রহ।