দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি ,অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয় -
A অভিশ্রুতি
B অপিনিহিত
C স্বরসঙ্গতি
D সম্পকর্ষ
Solution
Correct Answer: Option D
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি ,অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্পকর্ষ বা স্বরলোপ । যেমন -বসতি >বসতি,জানালা>জানলা ইত্যাদি। সম্প্রকর্ষের আরেক নাম স্বরলোপ।