সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রুপায়ণ ?
Solution
Correct Answer: Option A
ছোটগল্প মানে ছোট গল্প নয় ,এ এক অনন্য সাহিত্যকর্ম ।বিন্দুর মধ্যে যেমন সিন্ধুর কলতান নিয়ে আসা সহজ কোন ব্যাপার নয় ,তেমনি ক্ষুদ্র কোন কাহিনীতে মানবজীবনের রুপ ও রহস্যের দ্বার উন্মোচন কষ্টসাধ্য ।তারপরও অনন্য কথাশিল্পীরা এই কর্মটি করে পাঠককে অভিভূত করে থাকেন