একটি টেলিভিশন ৩৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতো?
A ৫৪,০০০
B ৫২,২০০
C ৫৬,৩২০
D ৫৫,৬৬০
Solution
Correct Answer: Option B
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৩৬০০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩৬০০০)/৮০ = ৪৫০০০ টাকা
১৬% লাভে ,
বিক্রয়মূল্য = ১০০ + ১৬ = ১১৬ টাকা।
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৬ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১৬/১০০ টাকা
ক্রয়মূল্য ৪৫০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১৬ × ৪৫০০০)/১০০ টাকা = ৫২২০০ টাকা