'আমার ঘরের চাবি পরের হাতে ' গানটির রচয়িতা কে ?
Solution
Correct Answer: Option A
বাউল সম্রাট খ্যাত লালন শাহ অন্যতম গানের মধ্যে রয়েছে:
- ‘বাড়ির কাছে আরশী নগর’
- ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’
- ‘তিন পাগলের মেলা’
- ‘সময় গেলে সাধন হবে না’,
- ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’
- ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
- ‘মিলন হবে কত দিনে’।