৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭: ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩: ৭ হবে?

A ৩০ লিটার

B ৪০ লিটার

C ৫০ লিটার

D ৬০ লিটার

Solution

Correct Answer: Option B

এসিডের পরিমাণ = ৩০ × (৭/১০) = ২১ লিটার
পানির পরিমাণ = ৩০ × (৩/১০) = ৯ লিটার

মনে করি,
x লিটার পানি মিশাতে হবে।

প্রশ্নমতে,
২১ / (৯ + x) = ৩/৭
⇒ ২৭ + ৩x = ১৪৭
⇒ ৩x = ১২০
⇒ x = ৪০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions