নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট নয় ?
A নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি
B শব্দের অর্থের পরিবর্তন
C বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
D শব্দের অর্থ সম্প্রসারণ
Solution
Correct Answer: Option C
যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে ,তাদের উপসর্গ বলে । উপসর্গের মাধ্যমে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় (প্র + ছায়া) =প্রচ্ছায় । শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় (পরি+পুষ্ট=পরিপুষ্ট ) ।শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে (প্র+তাপ)=প্রতাপ।শব্দের অর্থের সংকোচন ঘটে (নিম+রাজি=নিমরাজি) ;শব্দের অর্থের পরিবর্তন ঘটে (উপ+কথা=উপকথা)