বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
A প্রমথ চৌধুরী
B ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C রবীন্দ্রনাথ ঠাকুর
D প্যারীচাঁদ মিত্র
Solution
Correct Answer: Option A
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ।হালখাতা গদ্যগ্রন্থে তিনি প্রমথ চলিত রীতির প্রয়োগ ঘটান ।পরবর্তীতে তিনি 'সবুজপত্র
পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রয়োগকে প্রতিষ্ঠা করেন ।