Solution
Correct Answer: Option C
আরবি শব্দ 'মর্সিয়া' অর্থ শোক প্রকাশ করা ।আরবি সাহিত্যে মর্সিয়ার নানা ধরনের শোকাবহ ঘটনা থেকে হলেও পড়ে তা কারবালা প্রান্তরে নিহত ইমাম হোসেন ও অন্যান্য শহিদকে উপজীব্য করে লেখা কবিতা 'মর্সিয়া ' সাহিত্য নামে পরিচিত ।মর্সিয়া সাহিত্যের প্রথম কবি শেখ ফয়জুল্লাহ ।