Solution
Correct Answer: Option C
- যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলে তৎসম শব্দ।
- 'তৎ' অর্থ 'তার' এবং 'সম' অর্থ 'সমান'। অর্থাৎ, 'তৎসম' মানে তার সমান বা সংস্কৃতের সমান।
- এসব শব্দের উচ্চারণে বা বানানে কোনো পরিবর্তন হয়নি, সংস্কৃত ব্যাকরণের নিয়ম মেনেই এগুলো বাংলায় ব্যবহৃত হয়।
- তৎসম শব্দের উদাহরণ: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, পাত্র, মনুষ্য, ব্যাকরণ, তৃণ, গৃহ, কৃষি, ঋষি, পুত্র ইত্যাদি।
- বাংলা ভাষায় ব্যবহৃত শব্দভান্ডারের একটি বড় অংশ জুড়ে এই শব্দগুলো রয়েছে।