কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?
A ঘোটকের গাড়ি
B মড়াপোড়া
C ঘোড়ারগাড়ি
D শবদাহ
Solution
Correct Answer: Option A
তৎসম শব্দের সাথে দেশিয়ে শব্দের প্রয়োগ বা মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে । এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায় ।
যেমনঃ
অশুদ্ধ: ঘোটকের গাড়ি (তৎসম+ দেশি)
শুদ্ধ: ঘোড়ার গাড়ি (দেশি +দেশি )