Solution
Correct Answer: Option B
- যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে ভাববাচ্য বলে।
- এই বাচ্যে কর্তা অনেক সময় ঊহ্য থাকে অথবা কর্তার সঙ্গে ‘এর’, ‘দের’ বা ‘কে’ বিভক্তি যুক্ত হয়।
- ‘কোথায় থাকা হয়’ বাক্যটিতে কোনো কর্মপদ নেই এবং এখানে ‘থাকা’ ক্রিয়াটির অর্থই প্রধানভাবে প্রকাশিত হয়েছে, তাই এটি একটি ভাববাচ্যের উদাহরণ।
- ভাববাচ্যের আরও কিছু উদাহরণ হলো: ‘আমার খাওয়া হলো না’, ‘তোমাকে হাঁটতে হবে’, ‘এবার ওঠা যাক’ ইত্যাদি।
- সাধারণত কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়া অকর্মক হলে তার ভাববাচ্য হয়।