কোনটি শুদ্ধ বানান?

A বুদ্ধিজীবি

B বুদ্ধিজীবী

C বুদ্ধিজিবি

D বুদ্ধিজিবী

Solution

Correct Answer: Option B

- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও বাংলা বানানের নিয়ম অনুযায়ী, 'জীবী' প্রত্যয়ান্ত শব্দে দীর্ঘ-ঈ কার (ী) ব্যবহৃত হয়।
- 'বুদ্ধি' শব্দের সাথে 'জীবী' প্রত্যয় যুক্ত হয়ে 'বুদ্ধিজীবী' শব্দটি গঠিত হয়েছে (বুদ্ধি + জীবী = বুদ্ধিজীবী)।
- এই নিয়মে গঠিত অন্যান্য উল্লেখযোগ্য শব্দগুলো হলো— পেশাজীবী, শ্রমজীবী, মৎসজীবী, কৃষিজীবী, দীর্ঘজীবী ইত্যাদি।
- এই শব্দগুলোতে কখনোই হ্রস্ব-ই কার (ি) ব্যবহার করা হয় না, তাই সব সময় শেষে 'জীবী' বানানটিই শুদ্ধ।
- মনে রাখার সহজ উপায় হলো, 'জীবন' বা 'জীবিকা' অর্থে ব্যবহৃত সকল শব্দেই 'ব'-এর সাথে দীর্ঘ-ঈ কার (ী) বসবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions